Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রতিবন্ধী সুরক্ষা আইন

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন:

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে এতদ্‌সংক্রান্ত বিদ্যমান আইন রহিতক্রমে পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইনটি 'প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩' নামে অভিহিত। এই আইন ২০১৩ সনের ৩৯ নম্বর আইন।

যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সকল মঅধিকার, মানবসত্ত্বার মর্যাদা, মৌলিক মানবাধিকার ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হইয়াছে; এবং
যেহেতু বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সংক্রান্ত জাতিসংঘ সনদ (United Nations Convention on the Rights of the Persons with Disabilities) অনুসমর্থন করিয়াছে; এবং
যেহেতু প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকল্পে এতদ্‌সংক্রান্ত বিদ্যমান আইন রহিতক্রমে পুনঃপ্রণয়নের লক্ষ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ধারাসমূহঃ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২। সংজ্ঞা
৩। প্রতিবন্ধিতার ধরন
৪। অটিজম বা অটিজমস্পেকট্রাম ডিজঅর্ডারস (autism or autism spectrum disorders)
৫। শারীরিক প্রতিবন্ধিতা (physical disability)
৬। মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা (mental illness leading to disability)
৭। দৃষ্টিপ্রতিবন্ধিতা (visual disability)
৮। বাকপ্রতিবন্ধিতা (speech disability)
৯। বুদ্ধিপ্রতিবন্ধিতা (intellectual disability)
১০। শ্রবণপ্রতিবন্ধিতা (hearing disability)
১১। শ্রবণ-দৃষ্টিপ্রতিবন্ধিতা (deaf-blindness)
১২। সেরিব্রাল পালসি (cerebral palsy)
১৩। ডাউন সিনড্রোম (Down syndrome)
১৪। বহুমাত্রিক প্রতিবন্ধিতা (multiple disability)
১৫। অন্যান্য প্রতিবন্ধিতা (other disability)
১৬। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার
১৭। জাতীয় সমন্বয় কমিটি
১৮। জাতীয় সমন্বয় কমিটির দায়িত্ব ও কার্যাবলি
১৯। জাতীয় নির্বাহী কমিটি
২০। জাতীয় নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যাবলি
২১। জেলা কমিটি
২২। জেলা কমিটির দায়িত্ব ও কার্যাবলি
২৩। উপজেলা কমিটি
২৪। শহর কমিটি
২৫। উপজেলা কমিটি বা শহর কমিটির দায়িত্ব ও কার্যাবলি
২৬। মনোনীত সদস্যের যোগ্যতা, অযোগ্যতা, পদত্যাগ, ইত্যাদি
২৭। কমিটির সভা
২৮। উপ-কমিটি
২৯। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্ব
৩০। দায়িত্ব অর্পণ
৩১। প্রতিবন্ধী ব্যক্তির নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান
৩২। গণপরিবহনে আসন সংরক্ষণ, ইত্যাদি
৩৩। শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তির ভর্তি সংক্রান্ত বৈষম্যের প্রতিকার
৩৪। গণস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তির প্রবেশগম্যতা নিশিচতকরণ
৩৫। প্রতিবন্ধিতার কারণে কর্মে নিযুক্ত না করা, ইত্যাদি
৩৬। বৈষম্য নিষিদ্ধকরণ ও ক্ষতিপূরণ প্রদান
৩৭। অপরাধ ও দণ্ড
৩৮। মামলা দায়ের, আমলযোগ্যতা, ইত্যাদি
৩৯। ফৌজদারী কার্যবিধির প্রয়োগ
৪০। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন
৪১। বিধি প্রণয়নের ক্ষমতা
৪২। অস্পষ্টতা দূরীকরণ
৪৩। আইনের ইংরেজি অনুবাদ প্রকাশ
৪৪। রহিতকরণ ও হেফাজত

 

আইনটি বিস্তারিত দেখতে এখানেক্লিক   করুন।

 

আইনটি ডাউনলোড করতে এখানে ক্লিক  করুন।