টেকনাফ সদর ইউনিয়ন কমপ্লেক্স সংলগ্ন পুকুর খনন ও মধ্যম মহেষখালীয়া পাড়া পুরাতন মসজিদ সংলগ্ন পুকুর খনন এবং ইউনিয়ন পরিষদে মাটি দ্বারা উন্নয়ন কাজ। ওর্য়াড নং-০৫,শ্রমিকের সংখ্যা-২১০জন।
২. পূর্ব গোদারবিল আব্দুল করিমের বাড়ী হইতে শুক্কুর এর বাড়ীর শেষ সীমানা পর্যন্ত খাল খনন ও ডেইল পাড়া হিন্দু সম্প্রদায়ের বান্টু শীল এর বাড়ী হইতে পশ্চিমদিকে কচুবনিয়া মেইন রোড পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজ। ওর্য়াড নং- ০৬,শ্রমিক সংখ্যা -২২৫ জন।
৩. জাহাঁলিয়া পাড়া ব্রীজ হতে জহিরের বাড়ী পর্যন্ত মাটি দ্বারা উন্নয়ন কাজ এবং হাতিয়ারঘোনাভিতরের রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজ এবংবিজিবি অডিটরিয়াম এর পশ্চিমপাশের রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজ । ওর্য়াড নং-০২ও ০৩,শ্রমিক সংখ্যা – ১২০জন।
৪. নতুন পল্লান পাড়া মেইন রোডের ব্রীজ হইতে দক্ষিন পূর্ব দিকে গোদারবিল অলি আহমদের বাড়ী পর্যন্ত খাল খনন এবং নতুন পল্লান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের উত্তর পাশ হইতে উত্তরদিকে মনির ড্রাইভারের বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন।নতুন পল্লানপাড়া তিন রাস্তার মোড় মেইনরোড হতে ছৈয়দ আলমের বাড়ী পর্যন্ত এবং জালাল মাষ্টারের বাড়ীর সামনে দিয়া আলতাজের বাড়ীপর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজ। ওর্য়াড নং-০৪,শ্রমিক সংখ্যা – ২০০।
৫.মৌলভী পাড়া জাফর আহামদের বাড়ী হইতে দোপছড়া দিয়া আলী হোছনের বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজ ও নাজিরপাড়া শহিদুল্লাহ বাড়ী হইতে মাষ্টার আজিজ এর বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন ও বড় হাবির পাড়া ছৈয়দের বাড়ীহইতে উত্তর দিকে প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ পর্যন্ত রাস্তা মাটি দ্বারাউন্নয়নএবং শীলবনিয়াপাড়া হইতে নুর আহমদ চেয়ারম্যানের টেক পর্যন্ত রাস্তার উভয় পাশে মাটি দ্বারা উন্নয়নকাজ। ওর্য়াড নং-০৮,শ্রমিক সংখ্যা-১১৫ জন।
৬.কোষ্ট গার্ড অফিসের পুকুর খনন ও মাঠ ভরাট এবং এর পাশের রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজ ও সেলিমের বাড়ী হতে মেইনরোড পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন।ওর্য়াডনং-০৯,শ্রমিক সংখ্যা – ৭০ জন।
৭.মিঠাপানিরছড়া মেইনরোড হইতে পূর্ব দিকে আবুল কাসিমের বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন এবংদরগাহছড়া মেইন রোড হইতে জিয়াবুলের দোকান দিয়ানুরহোছন মুন্সীর বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন। ওয়ার্ড নং-০১,শ্রমিক সংখ্যা-৬০জন।
উপরোক্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অত্র এলাকায় সর্বস্তরের জনসাধারনের উপকার হবে এবং হতদরিদ্র জনগোষ্ঠী প্রকল্প কাজের মাধ্যমে উপকৃত হবে। অধিক যাচাই বাচাই পূর্বক অতিদরিদ্র ও দুস্হ এবং প্রকৃত বাংলাদেশের নাগরিক যাদের ভোটার আইডি/ জন্ম নিবন্ধন সনদ আছে উপরোক্ত প্রকল্পে কাজের জন্য তাদেরকে শ্রমিক নির্বাচন করা হয়।
অদ্যকার সভায় উপস্হিত সম্মানিত ট্যাগ অফিসার জানান যে, প্রকল্প কমিটি কর্তৃক দাখিলকৃত কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে প্রকল্পগুলো জনগুরুত্বপূর্ন বলে প্রতীয়মান হয়। তিনি বলেন দাখিলকৃত শ্রমিক তালিকায় যাচাই করে দেখা যায় যে,সম্প্রতি জারীকৃত পরিপত্রে ৩৩% মহিলা শ্রমিক নিয়োগের বিষয়ে নির্দেশনা থাকলে ও তা সম্পূর্নভাবে পালন করা সম্ভব হয়নি। উল্লেখিত বিষয়ে কমিটির সম্মানিত সদস্যবৃন্দ জানান যে, রক্ষনশীল সমাজে খোলামাঠে মহিলারা দিনমজুর হিসাবে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করায় পরিপত্র মোতাবেক মহিলা শ্রমিক নিয়োগ করা সম্ভব হয়নি।
সার্বিক আলোচনান্তে দাখিলকৃত শ্রমিক তালিকা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উল্লেখ্য প্রতিটি প্রকল্পের নামসহ শ্রমিক তালিকা এবং অদ্যকার কার্যবিবরনী জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরে অনুমোদনের জন্য প্রেরনপূর্বক আগামী............খ্রি:তারিখ হতে প্রকল্পের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে সভাপতি উপস্হিত সকল সদস্যদেরকে সভায় উপস্হিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।
টেকনাফ সদর ইউনিয়ন কমপ্লেক্স সংলগ্ন পুকুর খনন ও মধ্যম মহেষখালীয়া পাড়া পুরাতন মসজিদ সংলগ্ন পুকুর খনন এবং ইউনিয়ন পরিষদে মাটি দ্বারা উন্নয়ন কাজ। ওর্য়াড নং-০৫,শ্রমিকের সংখ্যা-২১০জন।
২. পূর্ব গোদারবিল আব্দুল করিমের বাড়ী হইতে শুক্কুর এর বাড়ীর শেষ সীমানা পর্যন্ত খাল খনন ও ডেইল পাড়া হিন্দু সম্প্রদায়ের বান্টু শীল এর বাড়ী হইতে পশ্চিমদিকে কচুবনিয়া মেইন রোড পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজ। ওর্য়াড নং- ০৬,শ্রমিক সংখ্যা -২২৫ জন।
৩. জাহাঁলিয়া পাড়া ব্রীজ হতে জহিরের বাড়ী পর্যন্ত মাটি দ্বারা উন্নয়ন কাজ এবং হাতিয়ারঘোনাভিতরের রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজ এবংবিজিবি অডিটরিয়াম এর পশ্চিমপাশের রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজ । ওর্য়াড নং-০২ও ০৩,শ্রমিক সংখ্যা – ১২০জন।
৪. নতুন পল্লান পাড়া মেইন রোডের ব্রীজ হইতে দক্ষিন পূর্ব দিকে গোদারবিল অলি আহমদের বাড়ী পর্যন্ত খাল খনন এবং নতুন পল্লান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের উত্তর পাশ হইতে উত্তরদিকে মনির ড্রাইভারের বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন।নতুন পল্লানপাড়া তিন রাস্তার মোড় মেইনরোড হতে ছৈয়দ আলমের বাড়ী পর্যন্ত এবং জালাল মাষ্টারের বাড়ীর সামনে দিয়া আলতাজের বাড়ীপর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজ। ওর্য়াড নং-০৪,শ্রমিক সংখ্যা – ২০০।
৫.মৌলভী পাড়া জাফর আহামদের বাড়ী হইতে দোপছড়া দিয়া আলী হোছনের বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজ ও নাজিরপাড়া শহিদুল্লাহ বাড়ী হইতে মাষ্টার আজিজ এর বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন ও বড় হাবির পাড়া ছৈয়দের বাড়ীহইতে উত্তর দিকে প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ পর্যন্ত রাস্তা মাটি দ্বারাউন্নয়নএবং শীলবনিয়াপাড়া হইতে নুর আহমদ চেয়ারম্যানের টেক পর্যন্ত রাস্তার উভয় পাশে মাটি দ্বারা উন্নয়নকাজ। ওর্য়াড নং-০৮,শ্রমিক সংখ্যা-১১৫ জন।
৬.কোষ্ট গার্ড অফিসের পুকুর খনন ও মাঠ ভরাট এবং এর পাশের রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজ ও সেলিমের বাড়ী হতে মেইনরোড পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন।ওর্য়াডনং-০৯,শ্রমিক সংখ্যা – ৭০ জন।
৭.মিঠাপানিরছড়া মেইনরোড হইতে পূর্ব দিকে আবুল কাসিমের বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন এবংদরগাহছড়া মেইন রোড হইতে জিয়াবুলের দোকান দিয়ানুরহোছন মুন্সীর বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন। ওয়ার্ড নং-০১,শ্রমিক সংখ্যা-৬০জন।
উপরোক্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অত্র এলাকায় সর্বস্তরের জনসাধারনের উপকার হবে এবং হতদরিদ্র জনগোষ্ঠী প্রকল্প কাজের মাধ্যমে উপকৃত হবে। অধিক যাচাই বাচাই পূর্বক অতিদরিদ্র ও দুস্হ এবং প্রকৃত বাংলাদেশের নাগরিক যাদের ভোটার আইডি/ জন্ম নিবন্ধন সনদ আছে উপরোক্ত প্রকল্পে কাজের জন্য তাদেরকে শ্রমিক নির্বাচন করা হয়।
অদ্যকার সভায় উপস্হিত সম্মানিত ট্যাগ অফিসার জানান যে, প্রকল্প কমিটি কর্তৃক দাখিলকৃত কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে প্রকল্পগুলো জনগুরুত্বপূর্ন বলে প্রতীয়মান হয়। তিনি বলেন দাখিলকৃত শ্রমিক তালিকায় যাচাই করে দেখা যায় যে,সম্প্রতি জারীকৃত পরিপত্রে ৩৩% মহিলা শ্রমিক নিয়োগের বিষয়ে নির্দেশনা থাকলে ও তা সম্পূর্নভাবে পালন করা সম্ভব হয়নি। উল্লেখিত বিষয়ে কমিটির সম্মানিত সদস্যবৃন্দ জানান যে, রক্ষনশীল সমাজে খোলামাঠে মহিলারা দিনমজুর হিসাবে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করায় পরিপত্র মোতাবেক মহিলা শ্রমিক নিয়োগ করা সম্ভব হয়নি।
সার্বিক আলোচনান্তে দাখিলকৃত শ্রমিক তালিকা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উল্লেখ্য প্রতিটি প্রকল্পের নামসহ শ্রমিক তালিকা এবং অদ্যকার কার্যবিবরনী জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরে অনুমোদনের জন্য প্রেরনপূর্বক আগামী............খ্রি:তারিখ হতে প্রকল্পের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে সভাপতি উপস্হিত সকল সদস্যদেরকে সভায় উপস্হিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস