Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Haysawa 2023
Details

 হাইসাওয়া প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি

ডেনমার্ক সরকারের অর্থায়নে, হাইসাওয়া‘র ব্যবস্থাপনায়, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে হাইজিন, স্যানিটেশন, পানি, সরবরাহ এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক ICAR প্রকল্প বাস্তবায়নের জন্য কক্সবাজার জেলার অর্ন্তগত উখিয়া, টেকনাফ, রামু ও কক্সবাজার সদর উপজেলার প্রকল্পভুক্ত বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার অধীনে মাঠ পর্যায়ে কাজ করতে ইচ্ছুক আগ্রহী

পদের নাম ও বেতন      

* কমিউনিটি অর্গানাইজার (শুধুমাত্র নারী)। 

* মাসিক বেতন- ১৬,৫০০ টাকা, 

* যাতায়াত- ১,০০০ টাকা, 

* মোবাইল ও ইন্টারনেট বিল ৫০০ টাকা 

* বার্ষিক উৎসব ভাতা- ১৬,৫০০ টাকা। 

পদের সংখ্যা

প্রতি ইউনিয়ন/ পৌরসভায় ৩ জন। 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

উচ্চ মাধ্যমিক পাশ এবং ইউনিয়ন/পৌরসভা পর্যায়ে কমিউিনিটি ভিত্তিক হাইজিন, স্যানিটেশন, পানি সরবরাহ ও জলবায়ু পরিবর্তন কর্মসূচিতে ৩ বছরের কাজের অভিজ্ঞতা। অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ। প্রার্থীকে অবশ্যই স্মার্ট মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন/পৌরসভার স্থায়ী বাসিন্দাদের স্ব স্ব ইউনিয়ন/পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

নারী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

১. আগামী ৩০ নভেম্বর, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে (http://hysawa.com/coapply)  আবেদনপত্র প্রেরণ করতে হবে। নিম্ল লিখিত তথ্যসমূহ আবেদনপত্রে উল্লেখ করতে হবেঃ

২. অনলাইন ফরমে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ইমেইল, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর উল্লেখ করতে হবে।

৩. অনলাইনে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে।

৪. কাজ করতে আগ্রহী সর্বোচ্চ ৫টি ইউনিয়ন/পৌরসভার নাম পছন্দের ক্রমানুসারে উল্লেখ করতে হবে।

৫. ইউনিয়ন/পৌরসভার সাথে হাইসাওয়ার ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষর সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন/পৌরসভা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।

৬. ইন্টারভিউর জন্য নির্বাচিত হলে, আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে।

৭. হাইসাওয়ার সহযোগিতায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা হাইসাওয়ার “প্রকল্প বাস্তবায়ন ম্যানুয়েল’’ অনুযায়ী যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করবেন।

*আগ্রহী প্রার্থীগণকে কাগজপত্রসহ টেকনাফ সদর ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

---------জিয়াউর রহমান জিহাদ

                  চেয়ারম্যান

০৩নং টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ

           টেকনাফ-কক্সবাজার।

Image
Publish Date
19/11/2023
Archieve Date
19/11/2023